Labels

Monday, 30 January 2017

মজার বিষয় নিয়ে কিছু ছবি (না দেখলে মিসই করবেন)

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আমি আজকে একটি মজার বিষয় শেয়ার করব আমার বন্ধুদের সাথে মজার বিষয়টি হল প্রতিদিন চলার পথে আমরা মজার অনেক কিছু দেখি দেখে মজা পাই কিন্তু অন্যের সাথে শেয়ার করা হয়না এরকম অনেক ছবি আমি সংগ্রহ করেছি  ব্লগ এবং অনলাইন থেকে যাবন্ধুদের আমার সাথে শেয়ার করতে চাই

এই ছবিগুলো দেখুন:



কতবড় আবুল হলে একটা স্কুলের বিজ্ঞাপনে এরকম একটা ভুল লিখতে পারে!

বিজ্ঞাপনটি যেহেতু ভারতের তাই এটা নিয়ে মন্তব্য করতে চাইছি না।

গাজীপুরের রিক্সার পেছনে এরকম বিজ্ঞাপন দেয়া আছে। এটা এইডস্ নিয়ে কথা বললেও এইডস লেখাটা দেখা যাচ্ছেনা!

এক পার্কে দর্শনার্থীদের শালীনতা বজায় রাখতে বলা হয়েছে। :)

উপস্

উপস্

প্রসাব না প্রস্রাব?

টেলিযোগাযোগ কি এখানে নিয়ন্ত্রিত হয়!

আপনার আশে পাশেই হয়তো কেউ এটা খুঁজছে!

ইস্
হাস্যকর ব্যাপার!!!
ধন্যবাদ সবাইকে।

1 comment:

Thanks For Your Comment.(Farid)