Labels

Monday, 30 January 2017

কষ্ট দিওনা

তুমি আমাকে কষ্ট দেবে দাও
আমি তোমার সব কষ্ট মনের গভীরে লুকিয়ে রাখবো ,
তুমি আমায় ব্যথা দেবে দাও
আমি তোমার সব ব্যথা বুকে লুকিয়ে রাখবো

তুমি আমায় অকথ্য ভাষায় গালি দেবে দাও
আমি তোমার সব গালি মন থেকে মুছে রাখবো ,
তুমি আমায় দোযখের যন্ত্রণা দেবে দাও

আমি তোমার সব যন্ত্রণা দেহে চেপে রাখবো
তুমি আমাকে পৃথিবীর কাছে ছোট করবে করো
তুমি আমাকে পৃথিবী থেকে ধ্বংস করবে করো
তুমি আমাকে কেটে ফেলবে ফেলো-
তুমি আমাকে মেরে ফেলবে ফেলো-
আমি তোমার সবটাতেই রাজি আছিতাইতো কাছে আসি ,
মনে রেখো আমাকে তুমি যা যা দেবে
তার থেকে অনেক বেশী গুণ তুমি পেতেও পারো
কষ্ট ,ব্যথা, যন্ত্রণা, সব ;
ভাবতে পারো সব আমি তোমায় দেবো ! না আমি দেবোনা !
দেবেন বিধাতা ; কারণ আমি যে তোমায় অনেক ভালোবাসি
-সমাপ্ত-



No comments:

Post a Comment

Thanks For Your Comment.(Farid)