Labels

Tuesday, 31 January 2017

এসিড ও ক্ষারকের আধুনিক ধারনা

এসিড ক্ষারকের আধুনিক ধারনা :-
.
এসিড: যে সকল যৌগ জলীয়
দ্রবনে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে
প্রোটন প্রদান করে তাকে এসিড বলে
ক্ষারক: যে সকল যৌগ জলীয় দ্রবনে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে তাকে ক্ষারক বলে
.
@@
সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এর ব্যাখ্যা :-
.
ক্ষারক: যে সকল যৌগ জলীয়
দ্রবনে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে
হাইড্রোক্সিল আয়ন প্রদান করে তাকে ক্ষারক বলে
যেমন: CaO, ZnO, Al2O3 ইহা ক্ষারক কারণ ইহা পানিতে দ্রবণীয় নয়
ক্ষারঃ শুধুমাত্র যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে যেমন: NaOH, CaO ইহা ক্ষার কারণ ইহা পানিতে দ্রবণীয়
.
_
এসিডের ক্ষারকতা ক্ষারকের
এসিডতা :-
.
এসিডের ক্ষারকতা: কোন এসিডের ক্ষারক প্রশমন করার ক্ষমতাকে
এসিডের ক্ষারকতা বলে
এক ক্ষারকীয় এসিড: যে এসিড একটি মাত্র ক্ষারক প্রশমন করতে পারে তাকে এক ক্ষারকীয় এসিড বলে যেমন: HCl
দ্বিক্ষারকীয় এসিড: যে এসিড দুইটি ক্ষারক প্রসমন করতে পারে তাকে দ্বিক্ষারকীয় এসিড বলে যেমন: H2SO4
ত্রিক্ষারকীয় এসিড: যে এসিড তিনটি ক্ষারক প্রসমন করতে পারে তাকে ত্রিক্ষারকীয় এসিড বলে যেমন: H3SO4
.
ক্ষারকের এসিডতা: কোন এসিডের ক্ষারক প্রসমন করার ক্ষমতাকে এসিডের ক্ষারকতা বলে
এক এসিডিও ক্ষারক: যে ক্ষারক একটি মাত্র এসিড প্রসমন করতে পারে তাকে এক এসিডিও ক্ষারক বলে যেমন: Na(OH)
দ্বিএসিডিও ক্ষারক: যে ক্ষারক দুইটি এসিড প্রসমন করতে পারে তাকে দ্বিএসিডিও ক্ষারক বলে যেমন: Ca(OH)2
ত্রিএসিডিও ক্ষারক: যে ক্ষারক তিনটি এসিড প্রসমন করতে পারে তাকে ত্রিএসিডিও ক্ষারক বলে যেমন: Al(OH)3
.
-
দ্বিধাতব লবণ / মিশ্র লবণ / যুগ্ম
লবণ জটিল লবণ :-
.
দ্বিধাতব লবন: সমাণুক মাত্রায়
দুটি ভিন্ন লবণের সংমিশ্রণের ফলে কেলাস পানিসহ একক লবণের ন্যায় কঠিন অবস্থায় যে লবণ কেলাসিত হয় তাকে দ্বিধাতব
লবণ বা যুগ্ম লবণ বলে
যেমন: ফিটকিরি বা পটাশ অ্যালাম:
[K2SO4.Al2(SO4)3.24H2O]
.
জটিল লবণ: নির্দিষ্ট আণবিক মাত্রায় দুটি ভিন্ন একক লবণের সংমিশ্রণের ফলে যদি এমন একটি লবণ উৎপন্ন হয় যার ধর্ম কঠিন অবস্থায় দ্রবণে উৎপাদক
লবণদ্বয়ের ধর্ম হতে সম্পূর্ণ পৃথক হয় তবে উৎপন্ন লবণকে জটিল লবণ বলে
যেমন: পটাসিয়াম ফেরোসায়ানাইট
.
-CaO / MgO / Al2O3 / Fe2O3 /
ZnO / Gi
এর এসিডতা বা অম্লতা :
.
CaO
এর এসিডতা বা অম্লতা:
CaO + 2HCl -> CaCl2 + H2O
এখানে CaO এর এসিডতা বা অম্লতা
কারণ এক অণু CaO দুই অণু HCl কেপ্রশমিত করে
MgO
এর এসিডতা বা অম্লতা: MgO + 2HCl -> MgCl2 + H2O
এখানে MgO এর এসিডতা বা অম্লতা
কারণ এক অণু MgO দুই অণু HCl কে প্রশমিত করে
ZnO
এর এসিডতা বা অম্লতা: ZnO +2HCl -> ZnCl2 + H2O
এখানে ZnO এর এসিডতা বা অম্লতা
কারণ এক অণু ZnO দুই অণু ZnO কে প্রশমিত করে
Al2O3
এর এসিডতা বা অম্লতা: Al2O3 + 6HCl -> 2AlCl3 + 3H2O
এখানে Al2O3 এর এসিডতা বা অম্লতা
কারণ এক অণু Al2O3 ছয় অণু HCl কে প্রশমিত করে
Fe2O3
এর এসিডতা বা অম্লতা: Fe2O3 + 6HCl -> 2FeCl3 + 3H2O
এখানে Fe2O3 এর এসিডতা বা অম্লতা
কারণ এক অণু Fe2O3 ছয় অণু HCl কে প্রশমিত করে

No comments:

Post a Comment

Thanks For Your Comment.(Farid)