Labels

Tuesday, 31 January 2017

রসায়নের কিছু মজার তথ্য

রসায়ন অনেকের কাছে সহজবোধ্য না হলেও এটি কিন্তু যথেস্ট মজার একটি বিষয়। রসায়ন মানেই অনেক মজা। এর আগে রসায়নের বেশ কিছু মজার বিষয় নিয়ে পোস্ট করেছি। যথারীতি আজকেও থাকছে রসায়নের কিছু মজা। চলুন দেখি আজকের মজাগুলো কি!
১. আপনি যদি এক গ্লাস পানিতে এক মুঠো লবন দেন তাহলে তো গ্লাসের পানি পরে যাবে ,তাই না ? দিয়ে দেখুন তো পরে কি না । কি অবাক হচ্চেন , পানির উচ্চতা আরও কমে গেল , তাই না ?

প্রতীক, যোজনী, যৌগমূলক, এবং রাসায়নিক বিক্রিয়া-র বিশ্লেষণ ও তাৎপর্য পর্ব

৩।    প্রতীক কি? নিন্মক্ত মৌলগুলোর ল্যাটিন নাম ও প্রতীক লিখ।
সোডিয়াম, পটাশিয়াম, মারকারি/পারদ, গোল্ড/সোনা, টিন, লেড/সীসা।
উত্তরঃ কোন মৌলের পূর্ণ নামের সংক্ষীপ্ত রুপ বা প্রকাশকে প্রতীক বলে।
মৌলের নাম                                    মৌলের ল্যাটিন নাম                                      মৌলের প্রতীক
সোডিয়ামNatriumNa
পটাসিয়ামKaliumK
মারকারি/পারদHydrargyrumHg
গোল্ড/সোনাAurumAu
টিনStannumSn
লেড/সীসাPlumbumPb

পল এরডস – গণিতের পিছে ছোটা এক খেয়ালী পথিক


পল এরডস (১৯১৩-১৯৯৬)
পল এরডসের জন্ম হাঙ্গেরির বুদাপেস্টে এক ইহুদি পরিবারে
জন্মতারিখ ২৬শে মার্চ , ১৯১৩
বাবা ল্যাজস এরডস, মা আন্না এরডস




কয়েকটি বিশেষ ধরণের মৌলিক সংখ্যা

মনুষ্য জগতের ন্যায় সংখ্যার জগৎটাও বড় বিচিত্র। এই দুই জগতের মধ্যে বিস্তর প্রভেদ আছে সত্য, তবে আমার কাছে আকর্ষণীয় পার্থক্য মূলত একটাই …………. মনুষ্য জগৎ সীমিত আর সংখ্যার দুনিয়া অসীম, অনন্ত। এই সীমাহীন সংখ্যার দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক আলোচিত সংখ্যার নাম মৌলিক সংখ্যা। সংখ্যাকে ভালোবাসে অথচ মৌলিক সংখ্যার প্রেমে পড়েনি এমন নজীরবিহীন দৃষ্টান্ত গণিতের ইতিহাসে দুর্লভ।

এলান টুরিংয়ের সূর্যমুখী রহস্য






এলান টুরিং
এলান টুরিং এর নাম শুনেছেন কখনো? তিনি হচ্ছেন গণিতের মাঝে লুকিয়ে থাকা নানা কোড নিয়ে বিশ্লেষণকারী এবং কম্পিউটার বিজ্ঞানের জনক। অক্সফোর্ড ডিকশনারী অফ সায়েন্টিফিক বায়োগ্রাফীতে তাকে আখ্যা দেয়া হয়েছে ‘ব্লেচলি

গণিতের মজা, গণিতের বিস্ময়






মজার বিষয় গণিত

কাফন রহস্য (কার্বন ডেটিং)

অনেকদিন পর গ্রামে এসেছে রাতুল। ব্যস্ততার কারণে তেমন একটা গ্রামে যাওয়া হয়না তার। ভার্সিটি মানেই শুধু ক্লাস, আর টিউটোরিয়াল। দিনরাত শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। এখন নিজেকে খুব হালকা মনে হচ্ছে তার। অনেকদিন পর নদী তীরে বসে হিমেল বাতাসে মন জুড়ানো, খুব ভাল লাগছে তার। হঠাৎ সে শুনতে পেল, কেউ তাকে ডাকছে, “এই রাতুল, কবে এলি ?” মুন্না। তার স্কুলের বন্ধু
এইতো আজ সকালে, তোর কি খবর?”

আছি , ভালোই। গ্রামের খবর কিছু জানিস?”

না তোকেন? কি হয়েছে?”

যে গত সপ্তায় সুজনের দাদু মারা গেল না? তোকে তো বলেছিলাম, তুই তো এলি না।


এসিড ও ক্ষারকের আধুনিক ধারনা

এসিড ক্ষারকের আধুনিক ধারনা :-
.
এসিড: যে সকল যৌগ জলীয়
দ্রবনে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে
প্রোটন প্রদান করে তাকে এসিড বলে
ক্ষারক: যে সকল যৌগ জলীয় দ্রবনে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে তাকে ক্ষারক বলে
.
@@
সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এর ব্যাখ্যা :-
.

Exclusive note on Conjunction

Conjunction বা সংযোজক অব্যয়: যে Word দুই বা ততোধিক word বা sentence-কে যুক্ত করে, তাকে Conjunction বা সংযোজক অব্যয় বলে। 
Word-গুলো হলো: And, but, for, or, nor, also, after, because, unless, while etc.
Kinds of conjunctions (Conjunction-
এর প্রকারভেদ)
Conjunction
সাধারণত তিন প্রকার। যথা:
1. Coordinating or Coordinative Conjunction
2. Subordinating or Subjective Conjunction
3. Correlative conjunction

Exclusive note Article for JSC/SSC/HSC Exam

Exclusive note Article for JSC/SSC/HSC Exam

Articles
Using of Articles
Article A, An   এবং The এর ব্যবহারকে Article  বলে
Article  দুই প্রকার। যথা:
(i) Indefinite Article
(ii) Definite Article.
Indefinite Article: ‘A’ এবং An’  দ্বারা Indefinite Article  নির্দেশিত হয়।  ক্ষেত্রে Noun  এর পরিচয় অনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়। যেমন:

Transformation of sentence

Transformation of sentence (Simple, complex and compound) at a glance


Completing sentenc for SSC/HSC Exam-2

So that/ in order that (hv‡Z /†hb+D‡Ïk¨hy³evK¨vsk

Complex sentence Gi cÖ_g clause-G Ggb GKwU welq _v‡K hv GKwU D‡Ï‡k¨ Kiv n‡q‡Q A_vr cÖ_g NUbvwUi djvd‡j Ab¨ GKwU NUbv NU‡Z cv‡i, Ggb K‡i ev NUv‡bvi D‡Ï‡k¨ G ai‡bi †¶‡‡Î t-  
Subject+verb+Extension+So that/in orderthat+subject+can/could/may/might +verb(present)+ other words
Present tense+ so that+ s+ can/may +Verb (present)+
The students studies diligently so that they can secure/get good marks.
Past tense+ so that+ Extension +subject+ could/might+ V(present)+

Probable Completing Sentences for JSC Examination

Probable Completing Sentences for JSC Examination

Probable Completing Sentences for JSC Examination

1.     You worked hard, ---------------------.
2.     -----------------, I will come.
3.     If you played well, ---------------------.
4.     If they had enough money, -----------.
5.     If you rise early, -------------------.
6.     If he hates me, ---------------------------.
7.     If he comes late, -------------------------.
8.     If it is too hot, -------------------------.
9.     Write to me, -----------------------------.
10.            -----------------------, they will love you.
1

Composition-Vision 2021

                            Vision 2021

‘Digital Bangladesh’ means digitalizing Bangladesh by ensuring an ICT based society where information will be available on line and where all possible activities of the government and other non-government or semi-government organizations will be performed using digital technology. Making a digital Bangladesh was an election manifesto (2008) of Awami League, one of the leading political parties in Bangladesh. In the 9th National Parliamentary election, Awami League declared to develop Bangladesh into a digital country by the next decade.

Rearranges For JSC & SSC

Important Rearranges For JSC &  SSC students:

1.
A. He rose to a high position in the army by his good work and courage.
B. France under him was very powerful,
C. More than 170 years ago there lived in France one of the greatest soldiers called Napoleon Bonaparte.
D. When he was young, he joined the French Army as an ordinary soldier.



Monday, 30 January 2017

Re-ordering of Sentences for SSC Exam

Re-ordering of Sentences
1
(a) He was named after Tipan, a well known saint of south India.
(b) During his father’s rule, a war against the Marathas was going on.
(c) His full name was Fateh Ali Tipu Sultan.
(d) He said, ‘My son, I am confident that will be able to carry on my work when I am no more.’
(e) His father Haider Ali was the ruler of Mysore who was a great warrior, a great hero and a patriot too.

তালাক

তালাক
 অরণ্য সৌরভ


জাহান্নামে যাও তোমরা যত রাজনীতিবাজ,
তোমাদের দিলাম তালাক তালাক তালাক  দূর হও থাকে যদি কণা মাত্র লাজ,
দেশ-জনতা-গণতন্ত্র এবার মুক্তি পাক